ঠাকুরগাঁও প্রতিনিধি -
ঠাকুরগাঁও সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক করেছেন। ০২ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ১:১৫ টায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
গোপন তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ বুজরুক বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৬২ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাস্থ ‘বুজরুক বালুর চর’ নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ৭০ বোতল ফেন্সিডিল ও ০২টি মোটর সাইকেলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী মোঃ হোসেন আলী (৪২), পিতা-আমানুল্লাহ, গ্রাম-চৌরাঙ্গী বাজার, মোঃ এনামুল (৪০), পিতা-মোঃ সাইফুদ্দিন, গ্রাম-বীরগর এবং মোঃ মনসুর আলী (৩৫), পিতা-মোঃ জেনারুল, গ্রাম-পাহাড়গাঁও সকলের পোস্ট-চৌরাঙ্গী বাজার, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও'কে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে জব্দকৃত মাদকদ্রব্য ও মালামালসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বুজরুক সীমান্ত ঠাকুরগাও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) বিজিবি এই অভিযানকে সীমান্তে বসবাসরত সকল মানুষ সাধুবাদ জানিয়েছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর