আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ক টিওটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নাধীন আরএমটিপি প্রকল্পের আওতায় “গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক উপ-প্রকল্পের অধীনে উত্তম কৃষি চর্চা বিষয়ক টিওটি () প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ (৭ ই আগষ্ট) ইএসডিও প্রধান কার্যালয়ের সেমিনার হলে সমাপনী হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ মাসুম সরকার। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন প্রফেসর জনাব আবু নোমান ফারুক আহম্মেদ, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। এতে ইএসডিওসহ দেশের ৫টি সহযোগী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ ও উত্তম কৃষি চর্চা বিষয়ে উন্নত ধারণা লাভ করেন, যা মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদানে সহায়ক হবে এবং প্রকল্পের লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, (পিকেএসএফ)-এর প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ মাসুম সরকার,প্রফেসর জনাব আবু নোমান ফারুক আহম্মেদ, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা সহ ইএসডিও উন্নয়ন কর্মীগণ ।#