# রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল, ঠাকুরগাঁও থেকে...............................
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন( ঢোলপুকুর ) জগদ্দল গ্রামের তসলিম নামে এক কৃষকের ২৫ শতক জমির ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ঐ এলাকার রাষ্ট্রীয় সম্পত্তি ( খাস জমি ) অনেকেই ভোগ দখল করে আসছে । এর মধ্যে ৬০ শতাংশ জমি আবাদ করে আসছেন তসলিম উদ্দিন। যথারীতি এবারো ভুট্টা চাষ করেন তিনি, কিন্তু রাতের আঁধারে কে বা কাহারা তার ভুট্টা ক্ষেত কেটে দিয়েছে। এ নিয়ে তসলিম থানায় কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত বিউটি'র সাথে কথা বললে সে বলেন এই জমিটি আমি লীজ নিয়েছি , রংপুর সেনাবাহিনীর মেজর আমাকে লীজ দিয়েছে এটা তাদের সম্পত্তি। তাই আমি তসলিম কে নিষেধ করেছি সে জেন এবার কোন আবাদ না করে কিন্তু সে কোন কথা শুনেনি আমরা তাদের কোন ফসল কাটিনি । তবে তসলিম ও ঐ এলাকার লোকজন সাংবাদিকদের জানান বিউটি আক্তার কিছু লোকজন নিয়ে কয়েকদিন ধরে এই জমি দখল নেওয়ার পায়তারা করছিল।
এ বিষয়ে রানীশংকৈল থানার ওসি গুলফামুল জানান, আমি একটা লিখিত অভিযোগ পেয়েছি এবং তাদের উভয়কে বলেছি কেউ যেন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর