ঠাকুরগাঁও প্রতিনিধি : সদর উপজেলার ভুল্লী থানার কুমারপুর (বাঁধপাড়া দবিরপাড়া) গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসাছাত্রীকে (১১) গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ২ ব্যক্তিকে গ্রেফতার করে।
ভুল্লী থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ মার্চ ওই মাদ্রাসা ছাত্রী নিজ বাড়ির পাশে রান্না ঘরের ছাই ফেলতে গেলে একই গ্রামের মো: শাহিনুর রহমান ওরফে বিশু (৪৩) তাকে টেনে হেচড়ে নিজের ঘরে নিয়ে চাকু দিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এর ১০ দিন পর ২১ মার্চ অপর আসামী মো: আমছার আলী (৬৩) এর বাড়ির পাশে ওই মাদ্রাসা ছাত্রী খেলতে গেলে তাকে জোরপূর্বক ঘরে নিয়ে ধর্ষণ করে সে। তার ৯ দিন পর অর্থাৎ ৩০ মার্চ ওই ছাত্রী পার্শ্ববর্তী মো: আনছারুল হক (৪৫) এর বাড়ির টিউবওয়েলে পানি খেতে গেলে জোরপূর্বক তাকে ধর্ষণ করে সে। পরবর্তিতে মামলার আসামী শাহিনুর রহমান ওরফে বিশু আরও একদিন ওই ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনার কিছুদিন পর ওই ছাত্রীর শারীরিক পরিবর্তন দেখা দিলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায়, ওই ছাত্রী গর্ভবর্তী। পরে ওই ছাত্রীকে চাপ প্রয়োগ করলে উল্লেখিত ধর্ষণের ঘটনাগুলো স্বীকার করে।
ওই ছাত্রীর পিতা বাদী হয়ে একই গ্রামের মৃত জনাব আলীর ছেলে মো: শাহিনুর রহমান ওরফে বিশু (৪৩), মৃত আসির উদ্দীন ওরফে বিশারুর ছেলে মো: আমছার আলী (৬৩) ও মৃত সফিজ উদ্দীন ওরফে শুকারুর ছেলে মো: আনছারুল ইসলাম (৪৫) কে আসামী করে ভুল্লী থানায় মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে মো: আমছার আলী ও মো: আনছারুল ইসলামকে গ্রেফতা করে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর