# টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফে মুরগি বিক্রির বকেয়া পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরধরে দোকানদারের মারধরে পাওনাদার নিহত হয়েছে। নিহত ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং ইউপির মনিরঘোনা এলাকার বাসিন্দা আব্দুস সুবহানের ছেলে দিলদাল মিয়া। সোমবার (৩ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে মনিরঘোনা মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় দোকানদার আবুল হাশেম মুরগি বিক্রির পাওনা টাকা বিষয়ে দিলদারের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে লাথি ঘুষি মারতে থাকে। এতেই দিলদার মাটিতে ঢলে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে পালংখালী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত দোকানদার আবুল হাশেম ওই এলাকর আবদুর হাকিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো পরিবারের কেউ থানায় আসেনি।#