গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: টুঙ্গিপাড়ায় ইজিবাইক চালক আরমান শেখের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি টুঙ্গিপাড়া। আজ মঙ্গলবার এসব কর্মসূচি পালন করেন ইজিবাইক গাড়ির চালকগণ।
টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মুন্সিরচর গ্রামের মো: তপু শেখের ছেলে নিহত আরমান শেখ (১৯) গত ১১ মে শনিবার দুপুর থেকে তাঁর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। গত রবিবার ১২ মে বিকাল তিনটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার দারিয়ার কুল নদীর পাড় থেকে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে ইজিবাইক চালকেরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ডে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি টুঙ্গিপাড়ার সভাপতি মিটু শেখ , সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুম শেখ, সাংগঠনিক সম্পাদক ইছাক মোল্লাসহ প্রায় ২ শত অটোচালক উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর