# নিজস্ব প্রতিবেদক....................................
টিসিবি ডিলারদের অনিয়ম এবং ক্রেতাদের কালো বাজারি বন্ধ করতেই সরকার নীতিগত ভাবে টিসিবির পণ্য এখন থেকে ট্রাকসেলে না দিয়ে টিসিবির নির্দিষ্ট দোকানগুলোতে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।এজন্য প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত দোকানে এসব পণ্য বিক্রি করা হবে। এছাড়া প্রতিটি ইউনিয়নে একটি করে দোকান থাকবে। টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, টিসিবির এই উদ্যোগকে স্বাগত জানান নিম্নআয়ের মানুষ। স্থায়ী দোকানে ফ্যামিলি কার্ডে চলবে পণ্য বিক্রি। অবশ্য কার্ড বিতরণ নিয়ে বিপাকে সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কমিশনাররা। সবচেয়ে বড় দুশ্চিন্তা অস্থায়ী রাজধানীবাসী নিয়ে।
দেশজুড়ে ১ কোটি ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা ও বরিশালেই দেয়া হবে ১২ লাখ ৯০ হাজার কার্ড। তবে রাজশাহী সিটি কর্পোরেশন এবং অন্যান্য সিটি কর্পোরেশন এর জন্য কত কার্ড বরাদ্দ দেয়া হয়েছে তা এখনও জানা যায়নি।তবে এ বিষয়ে খব তাড়াতাড়ি সুনির্দিষ্ট সিদ্ধানের কথা জানানো হবে।#
এডিট: আরজা/৯
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর