# মোঃ মিজানুর রহমানঃ বটিয়াঘাটা ফুলবাড়ী আলিম মাদ্রাসার গভার্নিং বডির নিয়মিত সভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার গর্ব, সর্বজন শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা ইমরানউল্লাহ হুজুর।
সভার আলোচনার মূল বিষয়সমূহঃ মাদ্রাসার সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ। বিশেষ সিদ্ধান্ত হিসেবে ২০২৬ সাল থেকে নূরানী শাখা চালুর সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি হাফেজ , মাওলানা,মুফতি ইমরান উল্লাহ, আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত দাতা সদস্য আলহাজ্ব আব্দুল আহাদ, ও সাধারণ শিক্ষক সদস্য, অভিভাবক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওঃ মোজাম্মেল হক, মাওঃ আব্দুর রহিম, সোবহান,ও তরিকুল ইসলাম প্রমুখ।
পরিশেষে সভাপতি মহোদয় ঘোষণা করেন যে, প্রতি মাসে নিয়মিতভাবে একবার করে গভার্নিং বডির সভা অনুষ্ঠিত হবে, যেন মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়া যায়। দোয়া ও সবার মঙ্গল কামনার মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর