আমির হোসেন, ঝালকাঠিঃ সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেন ঝালকাঠি জেলা বিএনপি'র সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন। সোমবার ২৯ সেপ্টেম্বর ঝালকাঠি পৌর এলাকার কবিরাজ বাড়ী, বাগানবাড়ী , আক্ষরাবাড়ী, কালী বাড়ী, কাঠপট্টি, হরিসভা, বাঁশ পট্টি সহ বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন।
পুজা মন্ডব পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, রাজাপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ নুর হোসেন, জেলা বিএনপি গঠিত দুর্গোৎসব উদযাপন শৃংখলা ও পর্যবেক্ষণ কমিটির আহবায়ক বাবু চন্দন পোদ্দার, আখড়া বাড়ী মন্দির পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ অসিম কুমার সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক আলোক সাহা এবং বিএনপি এবং অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পুজায় আগাত সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ এবং পুজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্য জেলা বিএনপির সদস্য সচিব বলেন বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষদের সংখ্যালঘু মনে করেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রেইনবো নেশন এর ভিত্তিতে একসাথে চলবো সকলে স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে সকলের সমান অধিকার নিশ্চিত হবে।
বাংলাদেশে আবহমানকাল ধরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একসাথে মিলে মিশে আছি। আমাদের মেলবন্ধন অব্যহত থাকবে। পূজা আনন্দময় পরিবেশে উদযাপনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। মতবিনিময় শেষে এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন মন্দির সমুহে শুভেচ্ছা উপহার প্রদান করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর