আমির হোসেনঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, তৃণমুল পর্যায়ে সাংগঠিক কাঠামো মজবুদ করা, আসন্ন দূর্গা পূজা কে নির্ভীঘ্নে করার লক্ষ্যে প্রতিনিধি সমাবেশ করেছে ঝালকাঠি সদর উপজেলা বিএনপি।
২০ সেপ্টেম্বর শনিবার সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি হলরুমে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এস এম এজাজ হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশ ২০২৫ এ প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপি'র আহবায়ক এ্যাডভোকেট মোঃ সৌয়দ হোসোন।
প্রধান বক্তা ঝালকাঠি জেলা বিএনপি'র সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠী পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন। বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রিয়াছুল আমিন জামাল শিকদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মাহামুদ হাসান, মোঃ আজিজুর রহমান বশির,ফারজানা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক মোঃ আনিসুজ্জামান চপল, মোঃ হেমায়েত মল্লিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের, সৈয়দ রেজাউল ইসলাম, বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহিম সরদার রফিক, নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান, কেওড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আঃ মান্নান লাভু,বাসন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি সাইদুল ইসলাম, কৃত্তিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক প্লেটো, পোনাবালীয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউনুস মোল্লা, নবগ্রাম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লা, ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানক তালুকদার প্রমুখ।
বক্তরা তারেক রহমান ঘোষিত ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে আধুনিক বাংলাদেশ বিনির্মানে এটি একটি কার্যকর জনগণের মুক্তি ও অগ্রগতির জাতীয় সনদ হিসাবে আক্ষায়িত করেন। বক্তরা দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয় এবং এলাকায় কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কর্মকান্ড করা থেকে বিরত থাকা সহ দলের সুনম হয় এমন কর্মকাণ্ড করার বিষয়ে পরামর্শ প্রদান করেন।
প্রতিনিধি সমাবেশে হাসিনা ও তার পেটোয়া বাহিনীর ফ্যাসিবাদী কর্মকান্ডের সাথে দীর্ঘ ১৬ বছরের লড়াই সংগ্রাম করতে হয়েছে সেটা উল্লেখ করে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতা কর্মী এবং ছাত্র জনতার ত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরন রাখবে উল্লেখ করে আসন্ন দুর্গা উৎসবে আইন শৃঙ্খলা ঠিক রাখতে নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে ভুমিকা রাখতে এবং ঐক্যবদ্ধ থেকে সকল স্বড়যন্ত্র মোকাবিলার আহবান জানান । দলের নাম ভাঙ্গিয়ে কেহ বিশৃংখলা বা অনৈতিক সুবিধা নেয়ায় চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সমাবেশে কঠোর হুশিয়ারী দেন এবং দলে কোন অনুপ্রবেশ কারীর যায়গা হবেনা দলে ত্যাগীদের মুল্যায়ন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের মতামত কে গুরুত্ব দেয়া সহ জেলায় আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেতৃবৃন্দ কে মনোনয়ন দেয়ার দাবী করেন উপস্থিত প্রতিনিধিগণ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর