আমির হোসেনঃ ঝালকাঠিতে যথাযথ মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ পালিত হয়েছে। ৮ অক্টোবর বুধবার জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠির সম্মেলন কক্ষে জাতীয় কন্যাশিশু দিবসটি উদযাপন উপলক্ষ্যে, আলোচনা সভা, পুরষ্কার ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান।
উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়েজিদ ইবনে আকবর,উপজেলা নির্বাহী অফিসার ঝালকাঠি সদর ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিলারা খানম, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠি। অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি ঝালকাঠি এবং দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সদস্যসহ অন্যান্য অংশীজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি জেলা প্রশাসন ঝালকাঠি ও মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠির যৌথ উদ্যোগে আয়োজিত হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর