জয়পুরহাট প্রতিনিধি.............................................
জয়পুরহাটের রুকিন্দিপুরে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ জুন) দিবাগত রাতে রুকিন্দিপুর আমেজ উদ্দিন মন্ডলপাড়ার আমিনুর রহমান ছোয়াতের পুকুরে ঘটনাটি ঘটেছে।
পুকুরের মালিক ছোয়াত বলেন, আজ সকালে পুকুরে মাছ ভাসতে দেখে প্রত্যক্ষদর্শীরা তাকে খবর দেয়। প্রতিবেশিরা শত্রুতামূলক পুকুরে বিষ প্রয়োগ করায় পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠেছে বলে তিনি সন্দেহ করছেন। তিনি আরও জানান, বেশ কিছুদিন আগে ওই পুকুরে তিনি রুই, কাতলা মৃগেলসহ দেশি পোনা মাছ মজুদ করেছিলেন। পুকুরে প্রায় লাখ টাকার মাছ মজুদ ছিল যা বর্ষা আসলে বড় পুকুরে ছাড়া হতো।
মাছ নিধনের বিষয়ে প্রতিবেশি মোজাফ্ফর হোসেন, মোস্তাকসহ কয়েকজনের নামে আক্কেলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর