মেহেরুল ইসলাম মোহন লালপুর, নাটোর...............................................
নাটোর জেলা পরিষদ নির্বাচনে পুনরায় লালপুরের সদস্য পদে নির্বাচিত হয়েছেন লালপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি। সোমবার(১৭ অক্টোবর-২২) লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এই কেন্দ্র ১৪৫ জনের(পুরুষ ১১০ জন ও মহিলা ভোটার সংখ্যা ৩৫ জন)ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৪৪ জন।একজন ওমরা হজ্বে থাকায় ভোট দিতে পারেননি। নির্বাচনে সদস্য পদে মতিউর রহমান মতি হাতি মার্কা প্রতীকে ৪৫ ভোট পেয়ে এক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌহিদুল ইসলাম বাঘা টিউবওয়েল মার্কা প্রতীকে ৪৪ ভোট পেয়েছেন। অন্যান্য প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মিন্টু ঘুড়ি মার্কা প্রতীকে ৪২ ভোট, রফিকুল বাশার ফ্যান মার্কা প্রতীকে ১২ ভোট এবং মোস্তাফিজুর রহমান মোস্তাক তালা মার্কা প্রতীকে মাত্র ১ ভোট পেয়েছেন। উল্লেখ্য যে,মতিউর রহমান মতি ২০১৬ সালের ২৮ ডিসেম্বর নাটোর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি ১৯৯২ থেকে ২০০৪ সাল পর্যন্ত লালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২০০৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর