জিয়াউল কবীর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চলাকালে গণতন্ত্র,নির্বাচন, গনমাধ্যম,জাতীয় সংসদ নির্বাচন,গণভোট,ভোটার,রাজনৈতিক দল ও প্রার্থী,গ্রহনযোগ্য নির্বাচনের আন্তজার্তিক মানদন্ড,নির্বাচন প্রতিবেদন, সাংবাদিকদের জন্য নীতিমালা, নির্বাচন প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যম,রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিষয়ে রাজশাহীর সাংবাদিকদের কার্যক্রম, পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টায় নগরীর রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সরকারের প্রেস ইনস্টিটিউট (পিআইবি)।
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন উদ্যোগে আয়োজিত জেলার ৯ টি উপজেলার ৫০ জন কর্মরত সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিআইবির রিসোর্স প্রশিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল এবং সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত প্রমুখ।

ইউনিয়নের সহকারী মহাসচিব ড.সাদিকুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, নির্বাচনকালীন সাংবাদিকতা একটি অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব। এ সময়ে গুজব, ভুয়া তথ্য, অপপ্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর কনটেন্ট সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। এসব পরিস্থিতিতে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে সাংবাদিকদের আইন, আচরণবিধি ও পেশাগত দায়িত্ব গণভোটের উপকারীতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা যদি দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করে, সব পক্ষের বক্তব্যের ভারসাম্য বজায় রেখে সংবাদ পরিবেশন করেন, তবে সাধারণ মানুষের আস্থা যেমন বাড়ে, তেমনি গণতান্ত্রিক প্রক্রিয়াও শক্তিশালী হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনের নির্দেশনা, নির্বাচনী আইন ও আচরণবিধি, মাঠপর্যায়ে রিপোর্টিংয়ের ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল সাংবাদিকতা, ভুয়া খবর শনাক্তকরণ ও প্রতিরোধ কৌশলসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আয়োজকদের মতে, এই ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নির্বাচন ও জুলাই সনদ বিষয়ে জনস্বার্থের গুরুত্বপূর্ণতায় দায়িত্বশীল সাংবাদিকতার মান আরও সমৃদ্ধ করবে বলে অভিমত ব্যক্ত করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর