মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : “জুলাই শহিদ দিবস-২০২৫” উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও দোয়া মাহফিল। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) সারোয়ার জাহান, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহীর পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম, সিভিল সার্জন এস.আই.এম. রাজিউল করিম, জেলা আনসার কমান্ড্যান্ট আরিফ বিন জলিল।
এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং শহীদ-আহতদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, “জুলাইয়ের শহিদরা আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের পথ দেখিয়েছেন। তাঁদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।” অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর