প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৯১ ও জিম্বাবুয়ে ২৭৩ রান করেছিল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ত...তীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান করেছিল বাংলাদেশ। ৬ উইকেট হাতে নিয়ে ১১২ রানে এগিয়ে ছিল টাইগাররা।
চতুর্থ দিন বাকী ৬ উইকেটে ৬১ রান যোগ করতে পারে বাংলাদেশ। ৬০ রান নিয়ে খেলতে নেমে ঐ স্কোরেই থেমে যান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগের দিন ২১ রানে শেষ করা করা উইকেটরক্ষক জাকের আলি টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। দলীয় ২৫৫ রানে শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ১১১ বলে ৫৮ রান করেন জাকের।
এছাড়া মেহেদি হাসান মিরাজ ১১, তাইজুল ইসলাম ১, হাসান মাহমুদ ১২, খালেদ আহমেদ শূন্য রানে আউট হন।
জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ৭২ রানে ৬ উইকেট নেন। ১১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ত...তীয়বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন মুজারাবানি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর