# মশিউর রহমান মানিক,দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় পৌর সদরের শালঘড়িয়াস্থ নিগার মঞ্জিলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক বক্তব্যে বলেন, দেশের চলমান পরিস্থিতিতে বর্তমান আইন শৃঙ্খলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্তুষ্ট নয়। তিনি আরও বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও জাতিকে সঙ্গে নিয়ে তাদেরকে রুখে দেয়ার জন্য প্রস্তুত থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, জামায়াতে ইসলামী কোন জোটে সাথে না থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করবে, তবে ইসলামিক রাজনৈতিক দল গুলোর সাথে আলোচনা করে ঐক্যমতের মাধ্যমে জোট বেধে নির্বাচনে যেতে পারে।
উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তুজা, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন, উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম উদ্দিন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব ও শ্রমিক নেতা আলহাজ্ব আমজাদ হোসেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর