# বিনোদন প্রতিবেদক, ধুলনা.....................................................
খুলনা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার সুধীজনরা। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ের স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেন।
খুলনা বিভাগের মহানগর ও জেলা শাখার আয়োজনে গতো ১৮মার্চ অনুষ্ঠিত হয়েছিলো উক্ত অনুষ্ঠানে সৌহার্দ্য বিশ্বাস অংশগ্রহণ করে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকে রানার্স আপ হয়। সে খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে।
উক্ত অনুষ্ঠানে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে তাদে সবাইকে একটি করে সনদপত্র প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীরা। এখানে যারা সনদপত্র পেয়েছে তারা আগামী ৮ই সেপ্টেম্বর তেজগাঁও কলেজ, ঢাকা বাংলাদেশের সকল বিভাগের বিজয়ী প্রতিযোগীদের নিয়ে একত্রে আবারো একটি সুন্দর প্রতিযোগিতার আয়োজন করবে। খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী “গ” গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অধিকার করে রানার্স আপ অর্জন করে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর