# গোদাগাড়ী প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের হাফেজ ক্বারি মোঃ আবু সুফিয়ান। তিনি শাহ সুলতান (রহঃ) কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এ সাফল্যের পেছনে মাদ্রাসার সম্মানিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আবু সুফিয়ানের বড় ভাই মাওলানা মোঃ আব্দুল কাদের বলেন, ছোটবেলা থেকেই আবু সুফিয়ান অত্যন্ত প্রতিভাবান। তাকে নিয়মিত উৎসাহ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আবু সুফিয়ান একজন বড় ক্বারি হয়ে সারা দেশে রাজশাহীর সুনাম বয়ে আনবে। মাওলানা মোঃ আব্দুল কাদের বর্তমানে গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদে কর্মরত রয়েছেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে যাত্রাকালে গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামসুল ইসলাম আবু সুফিয়ানকে উৎসাহ প্রদান ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন,যা তার আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হয়েছে।। এই অর্জন শুধু আবু সুফিয়ানের ব্যক্তিগত সাফল্য নয়; বরং গোদাগাড়ী উপজেলা তথা রাজশাহী বিভাগের জন্য এটি একটি গৌরবের বিষয়। তার এই কৃতিত্ব শিক্ষা অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে। এ সাফল্যের পেছনে যারা দোয়া করেছেন, সহযোগিতা ও সমর্থন জুগিয়েছেন—শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী—সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতেও দ্বীন ও শিক্ষার পথে আরও বড় সফলতা দান করুন—আমিন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর