মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন, আত্রাই উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় আত্রাই উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব এস এম রেজাউল ইসলাম রেজু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক ও মোঃ কামরুল হাসান সাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মুক্তার হোসেন এবং সদস্য ডাঃ মোঃ আকরাম হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও পল্লী চিকিৎসকদের ভূমিকা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর