# মেহেরুল ইসলাম মোহন ঃ জমকালো আয়োজনে নাটোর শহরের প্রাণ কেন্দ্র খানাইখালিতে জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর নামের সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৩ ডিসেম্বর-২৫)সকাল ১১ টায় জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর সভাপতি ও দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক-সম্পাদক সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ এর সভাপতিত্বে এবং উক্ত সংগঠনটির সাধারন সম্পাদক দৈনিক অপরাধ জগত পত্রিকার সাংবাদিক সুজন মাহমুদ এর সঞ্চালনায় জেলা রিপোর্টার্স ক্লাব নাটোর এর নিজস্ব কার্যালয় কানাইখালিতে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় দৈনিক প্রাপ্তি-প্রসঙ্গের ব্যাবস্হাপনা সম্পাদক আলাউদ্দিন জালাল সিনিয়র সহ সভাপতি (লালপুর), দৈনিক ভোরের চেতনা পত্রিকার শামসুল ইসলাম সহ-সভাপতি, (লালপুর), দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার তাওহিদা ইসলাম তন্নী সহ-সভাপতি,(গুরুদাসপুর),দৈনিক বারবেলা পত্রিকার সহকারী সম্পাদক মেহেরুল ইসলাম মোহন যুগ্ম সাধারণ সম্পাদক(লালপুর), দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার আবু বাসার যুগ্ম সাধারণ সম্পাদক (বাগাতিপাড়া), দৈনিক স্বাধীন ভোর পত্রিকার সাদ্দাম হোসেন কোষাধ্যক্ষ(বাগাতিপাড়া), দৈনিক বারবেলা পত্রিকার মাহাবুর রনি সহকারী কোষাধ্যক্ষ(সিংড়া)দৈনিক আজকের বসুন্ধরার প্রসেঞ্জিত কুমার দপ্তর সম্পাদক (নাটোর সদর), সি পি ফরহাদ আপ্যায়ন সম্পাদক,কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম আলী (সিংড়া),আব্দুল আলিম(গুরুদাসপুর), শ্যামল কুমার(লালপুর), আমিনুল ইসলাম (সিংড়া),আশরাফুল ইসলাম হীমেল (বড়াইগ্রাম), আজিজুল হাকিম (সিংড়া),শরিফুল ইসলাম শরিফ (সিংড়া),এ্যাড. আনোয়ার হোসেন (বড়াইগ্রাম),কাবিল উদ্দিন কাফি (সিংড়া), আরিফুল ইসলাম (নলডাঙ্গা), শাহিন আলম (সিংড়া), সজিব তুষার (নাটোর সদর),আব্দুর রহমান (নাটোর সদর) সহ বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত,গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের পর সকলের পরিচয় পর্ব শুরু হয়।এ সময় কে কোন পত্রিকায়,কোন উপজেলায় কর্মরত আছেন ইত্যাদি বিষয়ে নিজ নিজ পরিচয় প্রদান করেন সবাই।পরিচয় শেষে দুপুরে আক্রর্ষনীয় খাবার পরিবেশন করা হয় এবং একে অপরকে ফুলের মালা দিয়ে বরণ উৎসবের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। নির্বাচিত নতুন নেতৃত্বরা জানান,এই সংগঠনে কোন চিটার, বাটপার, চাঁদাবাজ সাংবাদিকের ঠাই হবে না।সেই সাথে সমগ্র নাটোর জেলার যেখানেই ঘুষ, দুর্নীতি,অনিয়ম, চাঁদাবাজি চলবে সেখানেই ঝাঁপিয়ে পড়ে সবাই মিলে সঠিক তথ্য অনুসন্ধান করে গণমাধ্যমে প্রকাশের অঙ্গীকার করেন সবাই।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর