# শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা থেকে……………………………………………………………
সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব আজও পালন করে চলেছিন। দার দায়িত্বের বাইরেও তিনি একজন প্রকৃত মানুষ হিসেবে অসহায় দুস্ত মানুষের জন্য নিজেকে আত্মনিয়োগ করেন। অসহায় মানুষ কি করলেএকটু বেশি ভাল থাকবে তা নিয়ে তিনি দিনের মূল্যবান সময়টুকু ব্যয় করে থাকেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব হিসেবে ভুমিহীনদের জন্য আশ্র্রায়ন প্রকল্প বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন। উপজেলায় ১হাজার ৬শ’ ৯১টি আশ্রয়নহীন পরিবারের বাসস্থান নির্মাণ করেছেন। তার এরকম আরো মহৎ উদ্যোগ এ উপজেলাতে আরো বাস্তবায়িত হবে শুধু উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশের অপেক্ষায়।
সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল বলেন, যা কিছু করেছি তা জেলা প্রশাসক, ইউএনও এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে করেছি। এতে আমার সদিচ্ছার কোন অভাব ছিল না।তিনি বলেন, অসহায় মানুষের পাশে আছি আগামিতে সবসময় থাকবো ইনশাল্লাহ্।#