মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি:
রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে পুঠিয়ার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ তার বাড়ি ঘিরে ফেলেছে এটা জানতে পেরে সে ছাগলের ঘরে লুকিয়ে থাকে। সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিল। যাতে সবাই নাশকতার কাজ নির্দেশ মত পালন করতে পারে।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, রাষ্ট্র বিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করেছিল বেশ কিছুদিন থেকে। তাই তাকে আটক করা হয়েছে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর