# ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় চোরাই পথে ৬৫ বোতল ভারতীয় মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং জব্দ করা হয়েছে দুইটি প্রাইভেটকার।
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হকসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ধোবাউড়া টু কলসিন্দুর পাকা রাস্থার ধাইরপাড়া পানির ট্যাংকির পাশ থেকে দুইটি প্রাইভেটকার তল্লাশি করে ৬৫ বোতল ভারতীয় মদ উদ্বার করে। যার মূল্য ২ লক্ষ ৬৪ হাজার টাকা। এসময় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো জয়রামপাড়া গ্রামের হাবিকুল, টাঙ্গাইল জেলার আল আমিন ও রুবেল এবং চট্টগ্রামের সাইফুল।
জানা যায়, গাড়ি সহ জব্দকৃত মোট আলামতের মোট মূল্য ৩২ লক্ষ ৬৪ হাজার টাকা। এছাড়াও বুধবার সন্ধায় উপজেলার দুধনই এলাকা থেকে আজিজুল ইসলামকে ৮ বোতল মদ সহ গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, গ্রেফতারকৃত আসামীদের মাদক আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর