বিশেষ প্রতিনিধি: চারটি চেক ডিজঅনার মামলায় কারাবন্দী সাজেদুল ইসলাম ওরফে ইজদার সোমবার (২৫-৮-২০২৫) বিকেল ৩টা ১৮মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চিকিৎসকের ভাষায় কার্ডিয়াক এরেষ্ট-এ মারা গেছেন। গত শনিবার (২৩-০৮-২০২৫) রাত ৯ টা ৪৩ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করেছিল কারাকর্তৃপক্ষ। ইজদার বাজুবাঘা নতুনপাড়া নিবাসী সাজদার রহমানের ছেলে।
সোমবার রাত ১৬ মিনিটে বিষয়টি নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, মোট ৪ টি চেকের মামলা ছিল। সাজা হয়েছিল- কোনটিতে ১ বছর, কোনটিতে ৬ মাস, কোনটিতে ৪ মাস, কোনটিতে ৫ মাস। মোট ২ বছর ৩ মাস। কারাগারে বন্দী হয়েছিলেন ২০২৩ সালের ২৭ আগষ্ট (২৭/৮/২০২৩ ইং) । সাজার মেয়াদ শেষে ২৬ নভেম্বর’২৫ কারাগার থেকে বের হওয়ার কথা ছিল তার।
রবিউল ইসলাম জানান,তার সহোদর বড় ভাই ইজদার আম ও কাঠ এর ব্যবসায়ী ছিলেন। ব্যবসার সুবাদে ফাঁকা চেক জমা দিয়ে সুদে টাকা নিয়েছিলেন। ব্যবসায় লোকসানের কারনে সুদে নেওয়া টাকা দিতে পারেননি। পরে তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করা হয়।
তিনি জানান,প্রথমে রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার (২৫ আগষ্ট) ৪২নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ টা ১৮ মিনিটে মারা যান। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর