সবুজনগর অনলাইন ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর লেভেল-১ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা গত ০১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ অনুষ্ঠিত হয় এবং ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে লেভেল-১ স্নাতক কোর্সের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম পর্যায়ের (ক-গ্রুপ মেধাক্রম ১-১৫০০, খ-গ্রুপ মেধাক্রম ১-১০০ ও সংরক্ষিত আসন- পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠী বা উপজাতি মেধাক্রম ১-২১) ভর্তি প্রক্রিয়া ০৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। চুয়েটের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই ভর্তি কার্যক্রম চলবে। প্রার্থীকে অবশ্যই নির্ধারিত দিনে সশরীরে ভর্তি কার্যক্রমে উপস্থিত থাকতে হবে। প্রার্থী উপস্থিত না হলে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য ও ১ম পর্যায়ে ভর্তির পর ভর্তিকৃত প্রার্থীর প্রাপ্ত বিভাগ ও মোট শূন্য আসন সংখ্যা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং তদনুযায়ী পরবর্তী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ১৩ এপ্রিল, ২০২৫ এর মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েব সাইটে (https://admissioncuet.ac.bd) দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর