প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ১:২৯ পি.এম
চাটমোহর ডিউটিরত নার্সকে গলায় ছুরিকাঘাতে আহত করেছে স্বামী

এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত নার্সকে গলায় ছুরিকাঘাতে আহত করেছে তার স্বামী সেনা সদস্য আমিরুল ইসলাম। চিকিৎসাধীন আহত নার্স সুলতানা জাহান ডলি সেনাসদস্য আমিরুল ইসলাম এর স্ত্রী।
পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কুষ্টিয়া পাড়ার শাহজাহান আলীর মেয়ে সুলতানা জাহান ডলি। সুলতানা জাহান ডলি বর্তমানে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন কর্মরত একজন নার্স। অপরদিকে চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন গ্রামের নুর মোহাম্মদের ছেলে সেনা সদস্য আমিরুল ইসলাম।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকালে প্রকাশ্যে দিবালোকে হাসপাতালে ঢুকে ডিউটিরত নার্স ডলিকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্বামী আমিরুল ইসলাম। ঘটনার সুত্রপাত স্বামী সেনা সদস্য আমিরুলের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ঐ ঘটনা ঘটে। বর্তমানে আহত নার্স ডলির গলায় একাধিক সেলাই শেষে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে তদন্ত চলছে বলে হাসপাতাল প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর