# চাটমোহর উপজেলা প্রতিনিধি,পাবনা : পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন এক নং ওয়ার্ডের কচুগাড়ী দক্ষিণপাড়া প্রয়াত জাবেদ আলী প্রামানিকের পুত্র মোঃ নজরুল ইসলাম এর বাড়ীতে শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) বিকেল সাড়ে চারটার দিকে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত দেখে বাড়ীর মহিলা চিল্লা পাল্লা করতে থাকে। চিল্লাচিল্লি শুনে মাঠ থেকে, বিভিন্ন বাড়ী, চা-ষ্টল থেকে লোকজন ছুটে এগিয়ে আসে আগুন নিভানোর জন্য। উপস্থিত আগুনের ফুলকি লেলিহান শিখা দেখে লোকজন ভীত হয়ে পড়ে ও আগুন নেভানোর আপ্রান চেষ্টা করে এক পর্যায়ে আগুন নেভাতে সক্ষম হয়।
মোঃ নজরুল ইসলাম এর মেঝো ছেলে মোঃ আরিফুল ইসলাম আরিফ এর রান্না ঘরে হঠাৎ করে বিকেলে আগুন লেগে যায়। রান্নাঘর পুড়ে সয়লাব হয়ে যায়। তিনটি (আবাসিক ঘর) টিনশেড ঘর ধান পাট রসুন মালামালসহ ব্যাপক (আনুমানিক দুই লক্ষাধিক টাকার)ক্ষয়ক্ষতি হয়েছে। আবাসিক ঘরে রক্ষিত ত্রিশ মন পাট অর্ধেক অংশ পুড়ে গেছে। ঘরের টিনসেড বেড়া কেটে উপস্থিত জনগন মালামাল ঘর থেকে বের করে। উপস্থিত জনতার আপ্রাণ প্রচেষ্টার ফলে প্রায় ঘন্টা খানেক সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কোন প্রান হানি ঘটেনি আল্লাহর রহমতে।
সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সাক্ষাৎ করেন ও শান্ত্বনা প্রদান করেন। সরকারি পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য আশু ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। পরিবেশ মানবাধিকার সংগঠন, গ্রিনপিস বাংলা, পাবনা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামানান আকাশ, ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ, ভিকটিম মোঃ আরিফুল ইসলাম আরিফ এর ঘর পুড়ে যাওয়ায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন। আরো দুঃখ প্রকাশ করে বিবৃতি দান করেছেন অ্যাডভোকেট মোঃ আবুল বাশার রানা (পাবনা জজ কোর্ট), মানবতার হাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আসাদুজ্জামান, ব্যাংক এশিয়া ফৈলজানা শাখার ব্যবস্থাপক এস এম মোহসীন আলম, বিশিষ্ট কবি ও সাংবাদিক এস এম এরশাদ আলম মনি সরকার, বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুর রহমান হাসিব, বিশিষ্ট ব্যবসায়ী এ আর রেজাউল করিম নয়ন(এআর ট্যূর এন্ড ট্রাভেলস), সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন!#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর