মো: নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ -২ (নাচোল -গোমস্তাপুর - ভোলাহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, সাবেক এমপি আমিনুল ইসলাম প্রার্থিতা এলাকায় নতুন উদ্দীপনা ও রাজনৈতিক ভারসাম্য সৃষ্টি করবে। তাঁর নেতৃত্বের প্রতি দলের এই আস্থা বিএনপির নির্বাচনী কৌশলকে আরও শক্তিশালী করবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে বিএনপি'র রাজনীতির সঙ্গে যুক্ত বর্তমানে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় রাজনীতিতে তিনি তরুণ ও পেশাজীবী প্রজন্মের প্রতিনিধিত্বকারী মুখ হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেটি জনগণের আস্থা ও ভালোবাসা দিয়ে পালন করতে চাই। চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের মানুষের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে ছিল, আগামীতেও থাকবে। এবং সোমবার জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ঘোষণা সন্ধ্যা ৬টা ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সাবেক এমপি আমিনুল ইসলাম সুখবর শুনে নেতা কর্মীদের সাথে নিয়ে নিজেই মোনাজাত করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর