মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৪৪"চাঁপাইনবাবগঞ্জ-২ আসন নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট এই তিন উপজেলা নিয়ে গঠিত।এ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি আমিনুল ইসলাম। কিন্তু বিএনপি'র সম্ভাব্য মনোনয়ন ঘোষণা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয়ভাবে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় স্থানীয় নেতাকর্মীদের মতামত উপেক্ষিত হওয়ায় এমন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাকে মনোনয়ন দেওয়ার পরপরই লাগাতার আন্দোলন করে যাচ্ছে বিএনপির বঞ্চিত নেতা- কর্মী-সমর্থকরা। মঙ্গলবার (১১ নভেম্বর) ও বুধবার (১২ নভেম্বর) নাচোলে নেতা কর্মী-সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
তারা দাবি তোলেন, তৃণমূলের কোনো সমর্থন না নিয়ে আমিনুল ইসলাম'কে মনোনয়ন দেওয়া হয়েছে। নাচোল গোমস্তাপুর ও ভোলাহাটবাসী চান, যার জনপ্রিয়তা বেশি ও তৃণমূলের জন্য যিনি কাজ করবেন, তাকে মনোনয়ন দেওয়া হোক। যে পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি'র মনোনয়ন পরিবর্তন করা না হবে, সেই পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। এ লক্ষ্যে তিন উপজেলায় পর্যায়ক্রমে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করা অনেক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি জনবান্ধব নেতা নন। বিগত সময়গুলোতে এলাকায় তার অনুপস্থিতি ছিল চোখে পড়ার মত।তাছাড়া তিনি এলাকার বাসিন্দা নন। তিনি লালমনিরহাট জেলার অধিবাসী ও ব্যবসার কাজে প্রায়ই ঢাকা, চট্টগ্রাম থাকেন। এ আসনে দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশা করেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা, চাপাইনবাবগন্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ। দলের জন্য রয়েছে তার অপরিসীম ত্যাগ। অথচ এলাকার সন্তান হয়ে দল ও মানুষের জন্য কাজ করেও গত ২৭ অক্টোবর মনোনয়ন প্রত্যাশীদের ডাকা মিটিংয়ে তিনি ডাক পাননি। তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, ১৯৮১ সাল থেকে দলের সাথে আছি। ছাত্রদল, যুবদল, জাসাস ও বিএনপির দায়িত্ব পালন করেছি। দলের সিদ্ধান্ত সবসময় মেনে চলেছি।কোন গ্রুপিংয়ের সাথে জড়িত হইনি। মনে করেছিলাম মনেনয়ন পাবো। কিন্তু পাইনি। সিদ্ধান্ত পূর্নবিবেচনা করার জন্য দলের নিকট আবেদন করছি।
বিএনপি'র জনবন্ধব নেত্রী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি বলেন,‘আমরা যারা বছরের পর বছর ধরে মাঠে আছি, আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি, আমাদের মতামত না নিয়ে বাইরের কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূল তা মেনে নেবে না। "আমরা এলাকার মানুষের সঙ্গে দিনরাত কাজ করি। কিন্তু যাকে এলাকায় দেখা যায়নি, তিনি হঠাৎ এসে মনোনয়ন পেয়ে গেলে সংগঠনের ভেতরে ভাঙন ধরবে। বিএনপি'র জনবন্ধব নেতা ও অন্যতম মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বাংলাদেশের রাজনীতিতে '৯০ দশকের এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের মেধাবীছাত্র ছাত্রদলের নেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট ) এর আহসানউল্লাহ হলের ভিপি ও ছাত্রদল সভাপতি ইন্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিজ্ঞ উন্নয়ন ( রাস্তাঘাট, ব্রিজ/কালভার্ট, স্কুল, সামাজিক প্রতিষ্ঠান সহ জীবনমান উন্নয়নের অন্যান্য অবকাঠামো) ও ব্যবস্থাপনা বিশেজ্ঞ দেশপ্রেমিককে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী পাওয়া ভাগ্যের ব্যাপার। আশাকরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের ৯০ দশকে তার অবদান বিবেচনা করে তাকে চাঁপাইনবাবগঞ্জ - ২ সংসদীয় আসনে ( নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) নমিনেশন দিয়ে এলাকা ও দেশের উন্নয়নে তাকে কাজে লাগবেন। আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি সম্পন্ন বাংলাদেশীদেরকে স্বদেশে বিভিন্ন ক্ষেত্রে ভুমিকা রাখতে উৎসাহিত করতে ইঞ্জিনিয়ার মাসুদকে বিএনপির নীতি নির্ধারকগণ নিশ্চয়ই পোষ্টারম্যান হিসাবে ব্যবহারের সুযোগ পুনঃবিবেচনা করবেন!
এছাড়াও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দল বাঁচাতে হলে এলাকার পরীক্ষিত নেতাদের মধ্যে থেকে যে কোন একজনকে মনোনয়ন দিতে হবে। বাইরে থেকে এনে প্রার্থী দিলে কর্মীরা হতাশ হবেন। আমিনুল ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো প্রার্থী না দিলে কেউ মেনে নেব না।’ নেত্রী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচির স্বামী সাইফুল ইসলাম অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের মনোনয়ন দলের তৃণমূল নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাঁর পরিবর্তে অন্য কোনো মনোনয়ন প্রত্যাশীকে পুনরায় মনোনয়ন দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি জোর আহ্বান জানান।
সমাবেশে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যা এই বিক্ষোভের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন বলেন, ‘আমরা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুরোধ জানাই, তৃণমূলের মতামতকে গুরুত্ব দিন। তৃণমূলই বিএনপির শক্তি। তাদের উপেক্ষা করলে নির্বাচনী মাঠ দুর্বল হয়ে পড়বে। এর আগে গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও স্থানীয় মতামতের প্রতিফলন নিশ্চিত না হলে নাচোল গোমস্তাপুর, ভোলাহাট বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণায় তীব্র বিভাজন তৈরি হতে পারে। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাচোল উপজেলা শাখার সভাপতি এম মজিদুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তন্ময় আহমেদ, নাচোল পৌর কমিটির আব্দুল আউয়াল সাধারণ সম্পাদক, কসবা ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলাইমানসহ বিভিন্ন সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর