আব্দুল বাতেনঃ চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে যৌথ অভিযানে উদ্ধার হয়েছে একটি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বিজিবি ও র্যাবের সমন্বিত টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের আওতাধীন আজমতপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত টহলদল সীমান্ত মেইন পিলার ১৮২ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে এগুলো জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় প্রায়ই অবৈধ অস্ত্র ও মাদকের আনাগোনা নিয়ে আতঙ্কে থাকতে হয়। গ্রামের একাধিক ব্যক্তি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান তাদের কিছুটা স্বস্তি দিলেও নিয়মিত টহল জোরদার করা জরুরি।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দীর্ঘদিন ধরেই অস্ত্র ও মাদকের চোরাচালানের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সীমান্তজুড়ে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর