নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন, শিবগঞ্জ: ৩ দিনের মাথায় আবারো সীমান্ত থেকে আসা বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় জেলা শহরের বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন টোল ঘর এলাকায় এ অভিযান চলানো হয়।এ সময় ১ টি বিদেশী পিস্তুল, ৫ রাউন্ড গুলি এবং ২ টি ম্যাগজিদ আটক ব্যক্তির কাছ থেকে জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম রয়েল হাসান অরণ্য।
সদর থানার ওসি শাহিন আকন্দ জানান, মনাকষা সীমান্ত এলাকা থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারত থেকে চোরাপথে এসব আগ্নেয়াস্ত্র দেশের অভ্যান্তরে বিক্রির জন্য পাচার করা হচ্ছিল। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নলডুবরী এলাকা থেকে ৩ টি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় জব্দ করে বিজিবি। বিজিবিও নির্বাচনকে সামনে রেখে দেশে এসব আগ্নেয়াস্ত্র আসছে বলে দাবী করে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর