মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আক্কেলপুরে রোকনপুর অটোভ্যান চালক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার (৬ অক্টোবর, ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। সমিতির সদস্যদের বৃহত্তর অংশগ্রহণ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এই সভা আয়োজন করা হয়। সকাল দশটায় আক্কেলপুর হাই স্কুল মাঠে সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ইসমাইল হোসেন।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি জেলা সমবায় অফিসার মুখলেসুর রহমান বিশেষ কারণে উপস্থিত না হতে পাড়ায় প্রধান অতিথির বক্তব্য দেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মতিউর রহমান।বিশেষ অতিথি বক্তব্য রাখেন রাধানগর ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সদস্য জনাব মিঠুন, এবং স্থানীয় সাংবাদিক মোনাইম বিল্লাহ ও অভিজিত শীল।
সভায় প্রধান অতিথি জেলা সমবায় অফিসার মুখলেসুর রহমান সমবায় সমিতির গুরুত্ব তুলে ধরে বলেন, “স্বচ্ছতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমবায় সমিতি তার সদস্যদের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারে। রোকনপুর অটোভ্যান চালক সমবায় সমিতিকে এই লক্ষ্য অর্জনে আরও সচেষ্ট হতে হবে।”
সমিতির সভাপতি ইসমাইল হোসেন তার বক্তব্যে গত এক বছরের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব এবং সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, সদস্যদের সম্মিলিত শক্তিই সমিতির মূল চালিকাশক্তি।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারা সমিতির কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সদস্যদের জন্য স্বাস্থ্য বীমা ও প্রশিক্ষণ কর্মসূচির মতো কল্যাণমূলক পদক্ষেপ নেওয়ার জন্য জোর দেন। সদস্যরাও উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন।
সফলভাবে বার্ষিক সাধারণ সভা শেষ হওয়ায় সমিতির নেতারা এবং সদস্যরা আশা প্রকাশ করেছেন যে আগামী বছরগুলোতে সংগঠনটি আরও গতিশীল হবে এবং সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#