মোঃ নাসিম আলী, চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তে ১৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ। (মঙ্গলবার ২৭ মে) সকালে বিভিষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে তাদের কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিভিষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে ভারতের ওপারের চিলারদাড়া এলাকা দিয়ে ১৭ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি। বিজিবির মাধ্যমে আটক হওয়া এসব নারী-পুরুষ ও শিশুদের গোমস্তাপুর থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ ও বিজিবি।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, পুশইনের শিকার নাগরিকেরা সবাই বাংলাদেশি। ১০ থেকে ১২ বছর আগে তারা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং সেখানে ইটের ভাটায় কাজ করত তারা। আটক ব্যক্তিদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। আটক ব্যক্তিদের কাছে জাতীয় পরিচয়পত্র দেখা গোল বাংলাদেশি।
এবিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, বিএসএফ সীমান্ত পেরিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে। তারা এখন থানা হেফাজতে আছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর