চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি...........................................................
চাঁপাইনবাবগঞ্জে ৭৬ জন'কে প্রশিক্ষণ প্রদান "গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি" এই প্রতিপাদ্য'কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সার্কেলের উদ্যোগে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকলে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং শাহজামাল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জনাব ডা. মাসুম, সদর ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, বিআরটিএ'র মোটরযান পরিদর্শক সেলিম হাসান, সহকারি মোটরযান পরিদর্শক আবু হুজাইফা সহ বিআরটিএ এর সকল কর্মচারীবৃন্দ।
প্রশিক্ষণের পূর্বে জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের হল রুমে আলোচনা সভায় নিরাপদ সড়কের গুরুত্ব, ট্রাফিক আইন ও সাইন, গাড়ি রক্ষণাবেক্ষণ, মাদকের কুফল, শব্দ দূষণ রোধ, যাত্রীদের প্রতি আচরণ এবং সচেতনতার সাথে সড়ক ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। এরপর দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালে প্রশিক্ষণের অংশ হিসেবে ৭৬ জন পেশাজীবী চালক প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর