প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৮:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ১০:৪৪ এ.এম
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর মধ্যবাজারে হেলাল ফাউন্ডেশনের অফিসে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই দিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান ক্যাম্পে শতাধিক চক্ষু রোগীর ফ্রী চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে এবং গরীব রোগীদের চশমা ও প্রাথমিক ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়েছে। নিউ ভিশন আই কেয়ার সেন্টারের কো-অর্ডিনেটর বিশ্বজিত কুমার বর্মন এর নেতৃত্বে একটি চিকিৎসক দল ফ্রী চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন।
উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের উপদেষ্টা ও নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান বলেন, হেলাল ফাউন্ডেশন গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে, যা প্রশংসার দাবি রাখে। এই মহতী কাজের জন্য তিনি সহযোগী প্রতিষ্ঠান নিউ ভিশন আই কেয়ার সেন্টারকেও ধন্যবাদ জানান।
ফাউন্ডেশনের 'প্রতিষ্ঠাতা-পরিচালক' মোঃ হেলাল উদ্দীন বলেন, হেলাল ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক মানবিক স্বাস্থ্যসেবা সংগঠন। এটা কোনো রাজনৈতিক দলের সিজিনিয়াল কর্মকাণ্ড নয়। প্রতিমাসের ধারাবাহিক সেবার অংশ হিসেবে আজকের এই কার্যক্রম। এখানে কোনো মাসে মেডিসিন ডাক্তার, কোনো মাসে চক্ষু ডাক্তার ফ্রী চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।
চিকিৎসা সেবা নিতে আসা সাহেব আলী বলেন, এই অফিসের মাধ্যমে আমরা অনেক উপকার পেয়েছি। মেসের আলী বলেন, হেলাল ফাউন্ডেশন গরীব রোগীদের শুধু ফ্রী চিকিৎসা করে ক্ষান্ত থাকেনা, প্রয়োজনে আর্থিক সহায়তাও প্রদান করে থাকে।
জান্নাতুন বেগম বলেন, প্রতি মাসে একটি করে ফ্রী মেডিকেল ক্যাম্প করলেও আমরা যে কোনো সময় এই অফিস থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকি। যেমন- অফিসের মাধ্যমে ক্লিনিকে চিকিৎসা করতে গেলে মাত্র ৩০০/- টাকা আল্ট্রাসাউন্ড ও এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা পেয়ে থাকি। চিকিৎসা সেবা নিতে আসা সকলেই হেলাল ফাউন্ডেশনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর