মোঃ নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত বিরামহীনভাবে চলছে বৃষ্টি। কোথাও চাঁপাইনবাবগঞ্জ নাচোলে নিম্নচাপের প্রভাবে ও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে।
শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত বিরামহীনভাবে চলছে বৃষ্টি। কোথাও মুষলধারে, কোথাও আবার টিপটিপ করে বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টিতে নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বাজার, রাস্তাঘাট ও জনপদে হাঁটুসমান পানি জমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে, নাচোল উপজেলার বিভিন্ন এলাকার হেমত ধান, কালাই, বেগুন, পাতাকপি, ফুলকপি ও পুকুরের মাছ এসে যাওয়ার ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে।
নাচোল কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, স্মরণকালের ভয়াবহ বৃষ্টি হয়েছে নাচোল উপজেলায়। ১৭৫ মিলি। কিছু নিচু জমিগুলো নিমজ্জিত হয়েছে ; কিছু জায়গায় ধান হেলে পড়েছে। প্রায় দুই হাজার হেক্টর জমির ধান ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষকভাইদের মতামত সারাদিনে পানি অনেকটাই নেমে পড়বে। রবি ফসল আবাদ ৭-১০ দিন পিছিয়ে যাবে। কৃষকভাইদের পাশে থাকার চেষ্টা করি।
এছাড়াও নাচোল কৃষি অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী রবিবার পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। তবে রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে কৃষি অফিসার সলেহ্ আকরাম।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর