# আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) আব্দুস সামাদকে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদায়ন হয়েছেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
আব্দুস সামাদ চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালনকালে প্রশাসনিক দক্ষতা, উন্নয়ন কার্যক্রমে তৎপরতা এবং জনবান্ধব উদ্যোগের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। তাঁর এই পদায়নে জেলার বিভিন্ন স্তরের জনগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন দায়িত্বে তিনি দেশের ধর্মীয় বিষয়ক উন্নয়ন ও নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।#