আব্দুল বাতেন, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গমেরচর এলাকার ধান ক্ষেতে রাসেলস ভাইপার সন্দেহে ৯টি সাপকে পিটিয়ে মেরেছে কৃষকরা। পরে সাপগুলোকে সেখানেই পুঁতে ফেলা হয়েছে। উপজেলার পাঁকা ইউনিয়নের গমের চর এলাকার ইব্রাহিম হোসেনের ধানের জমিতে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
কৃষক ইব্রাহিম হোসেন জানান, তিন দিন আগে তার জমির ধান কেটে গুচ্ছ করে আঁটি বেঁধে জমিতে ফেলে রাখে শ্রমিকরা। মঙ্গলবার সকালে সেগুলো আনতে গিয়ে তারা সাপগুলো দেখতে পান। পরে সবাই মিলে এগুলোকে পিটিয়ে মারেন।
শ্রমিক সৈবুর রহমান জানান, ধানের আঁটি তুলতে গিয়ে একটি সাপ দেখতে পান তিনি। এসময় লাঠি দিয়ে এটিকে মারতে গেলে আরও আটটি সাপ বেরিয়ে আসে। রাসেলস ভাইপার সন্দেহে তার সাথের অন্য শ্রমিকরা মিলে তারা এগুলোকে পিটিয়ে মারেন। অপর শ্রমিক ইসমাইল জানান, পরপর ৯টি সাপ ধানের জমিতে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাদের সহায়তা করতে আশপাশ থেকে আরও শ্রমিকরা ছুটে আসেন। এরপর সবাই মিলে সাপগুলোকে পিটিয়ে মারেন।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মা নদীর কাছে গমেরচর এলাকায় তিনি ৯টি সাপ পিটিয়ে মারার খবর পেয়েছেন। তবে সাপগুলো কোন প্রজাতির তা জানা যায়নি। কৃষকদের দাবি, এগুলো রাসেলস ভাইপার।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর