প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১:৪৩ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে সরস্বতী পূজা পালিত

বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ ( চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সরস্বতী পূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে পূজা-অর্চনা শুরু হয়। শিক্ষার্থী ও ভক্তরা পুষ্পাঞ্জলির মাধ্যমে বিদ্যাদেবীর আশীর্বাদ কামনা করেন।
প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ও নবাবগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। পূজা উপলক্ষে প্রতিষ্ঠানগুলোতে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
বাণী অর্চনা শেষে শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রিন্সিপাল অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
আলোচনা সভায় বক্তারা বিদ্যা, জ্ঞান ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ ধরনের উৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর