নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৬ জন বৈধ প্রার্থীর হাতে নির্ধারিত প্রতীক তুলে দেওয়া হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বিতরণ করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ।
এ সময় জেলা প্রশাসক বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে প্রচার-প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা ট্রেনিং কর্মকর্তা নির্বাচন উপলক্ষে বক্তব্য রাখেন। তিনি বলেন, “একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী সবাই যেন পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই প্রশিক্ষণের মূল লক্ষ্য। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর