চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি..................................................
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে কিশোর গ্যাং গ্রুপের লিডারসহ তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁপাই নবাবগঞ্জ র্যাব -৫ ক্যাম্পের বিশেষ অভিযানিক দল শিবগঞ্জের দৌলতপুর উপর টোলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার ছোট চক গ্রামের কিশোর গ্যাং গ্রুপের মূলহোতা জীবন (২০), মঞ্জিল ছোটন (১৯), জিসান আলী (১৯) কে এন্টি কাটার, গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
র্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় আসামীরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপ। তারা এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি চুরির ঘটনায় জড়িত। এছাড়াও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শোডাউন দিতেন। এমন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পূর্বেও তাদের নামে একাধিক মামলা রয়েছে এমনটি জানিয়েছেন র্যাব।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে এসব কথা জানায় র্যাব।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর