আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করার অভিযোগে এক নারী পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে জেলা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বিকেল ৩টা থেকে জেলাজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০৫ নম্বর কক্ষে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকরা এক নারী পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে করেন। পরে তাৎক্ষণিক তল্লাশিতে তার কাছ থেকে উত্তর সহায়তার জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। আটক পরীক্ষার্থীর নাম মোসা. রোকসানা খাতুন। তিনি সদর উপজেলার কালিনগর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের মেয়ে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনার পর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। পরে সদর মডেল থানা পুলিশ কেন্দ্রে উপস্থিত হয়ে অভিযুক্ত রোকসানা খাতুনকে ডিভাইসসহ আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা দায়েরের হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর