ক্যাপশন: নারীর মরদেহের প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি...................................................
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়ায় শয়ন ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্বার করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার দুপুরে ছেলের আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং শোয়রঘরে বিছানার উপর থেকে ওই গৃহবধূ শম্পা খাতুনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নারী জেলা শহরের পাঠানপাড়া মহল্লার মো.বিষুর মেয়ে ও রাজমিস্ত্রী আব্দুল্লাহর স্ত্রী। ঘটনার পর থেকেই আব্দুল্লাহ পলাতক রয়েছে। আব্দুল্লাহ মাদকাসক্ত ছিল এবং নেশা করে প্রায় সময় স্ত্রী শম্পাকে শারীরিক নির্যাতন করতো। জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জের ধরেই স্ত্রীকে হত্যা করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর