মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫, সিপিসি-১) এর অভিযানে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মহানন্দা বাসন্ড্যান্ট সংলগ্ন নাঈম উদ্দিন হোটেলের সামনে থেকে তাকে আটক করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা-মৃত আঃ খালেক, সাং-নুনগোলা কেডিসিপাড়া, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। তিনি মাদকসহ বিভিন্ন ধারায় মোট ১১টি মামলার এজাহারনামীয় আসামি এবং ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
র্যাব সূত্রে জানা যায়, ২০২২ সালের ২০ অক্টোবর গোমস্তাপুর থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে সাজা পরোয়ানা জারি করেন। তবে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর অবশেষে র্যাব-৫ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর