প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ১২:০৬ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মেলার মোড এলাকায় অভিযান চালিয়ে মো. টিয়া মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর, পাঠানপাড়া এলাকার মৃত বাবলুর রহমানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত টিয়া মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ (সংশোধিত ১৯৯৫) এর ১৯(১) ধারায় মামলা হয়। আদালত মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করলে তিনি পলাতক হয়ে যান। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আসামিদের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর