মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: চাঞ্চল্যকর ও আলোচিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি মোঃ মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে। র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-৪ সিপিসি-৩, মানিকগঞ্জ এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজানের বাড়ি শিবগঞ্জ উপজেলার আইরামারী বিনোদপুর গ্রামে। ২০১৬ সালে রাজশাহীর বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আসামি করা হয়। মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পর থেকেই সে ছদ্মবেশে আত্মগোপনে ছিল এবং দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবনযাপন করছিল।
র্যাব জানায়, আসামিকে ধরতে দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার যৌথ অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করা সম্ভব হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মিজানকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর