চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি......................................................
চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের করা মামলায় মো. পলাশ (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. রবিউল ইসলাম দণ্ডিতের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত পলাশ জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামের আব্দুর রশিদের ছেলে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় সদর উপজেলার বাখর আলী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সাদিকুলকে (৪৫)কে বেকসুর খালাস দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ২৯ নভেম্বর শিবগঞ্জের বসন্তপুর গ্রামে ১৫০ গ্রাম হেরোইনসহ পুলিশের হাতে আটক হয় পলাশ। পালিয়ে যায় সাদিকুল। এ ঘটনায় ওই দিন শিবগঞ্জ থানায় মামলা করেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক গৌতম চন্দ্র মালি। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ২০১৭ সালের ১২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর