আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদ, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বাজারে রাস্তা পারাপারের সময় ভুটভুটির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাসেদ আলী (নারায়নপুর গ্রাম, শিবগঞ্জ)। তিনি ঘটনাস্থলেই মারা যান।
শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ভুটভুটি বাসেদ আলীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ভুটভুটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর