মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বিয়ে ও সম্পর্কের নাটক সাজিয়ে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা, সংবাদ সম্মেলন ও সামাজিকভাবে মানহানির অভিযোগ উঠেছে সারাবান তোহরা নামে এক নারীর বিরুদ্ধে। এমন অভিযোগ করেছেন সদর উপজেলার রামচন্দ্রপুরহাট হাজীপাড়া গ্রামের বাসিন্দা ইমরোজ আহমেদ সারুফ।
সম্প্রতি জেলা শহরের বাতেন খাঁর মোড় এলাকায় সংবাদ সম্মেলন করে সারাবান তোহরা ইমরোজের বিরুদ্ধে একাধিক বিয়ে, অস্বীকার ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন। তবে ইমরোজ আহমেদ সারুফ এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। এক লিখিত বক্তব্যে ইমরোজ বলেন, “একটি মহল ব্যবসায়িক শত্রুতার জেরে আমার সামাজিক অবস্থান ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। যিনি সংবাদ সম্মেলন করেছেন, তিনি কখনোই আমার বৈধ স্ত্রী ছিলেন না। আমাদের মধ্যে কোনো বৈধ কাবিননামা বা সাক্ষ্যপ্রমাণ নেই। এটি আমার বিরুদ্ধে একটি সাজানো ফাঁদ।”
তিনি আরও জানান,সারাবান তোহরা নামের ঐ নারীর সাথে পূর্বে তার সীমিত পরিচয় ছিল, যা ছিল ব্যবসায়িক স্বার্থে। সেই পরিচয়ের সুযোগ নিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেইলের চেষ্টা ও হুমকি দেয়ারও অভিযোগ তোলেন তিনি। ইমরোজ বলেন, “আমি কোনো সন্তানের পিতা নই এবং এমন কোনো সম্পর্কও হয়নি যেখানে সন্তান জন্ম নেওয়ার প্রশ্ন আসে। তবে সত্য উদঘাটনে অভিযোগকারী পক্ষ ডিএনএ পরীক্ষার যে দাবি করেছে, আমি তাতেও বাধা নই। বরং আমি আইনানুগভাবে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রস্তুত।”
এ সময় তিনি স্পষ্ট করে বলেন, “আমি কখনো কোনো রাজনৈতিক প্রভাব বা সম্পর্ক ব্যবহার করে অন্যায় করিনি। আমার বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা পরিকল্পিত ও মানহানিকর।” সারাবান তোহরার একটি কাবিন নামা পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে, মেয়ে বর্তমানে অন্য জন্যের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ রয়েছে। সারাবান তোহরা যে তারিখ বিয়ের হয়েছে বলে দাবি করছে।সে তারিখ ইমরোজ এর ডকুমেন্ট মোতাবেক ভিত্তিহীন। ইমরোজ আহমেদ সারুফ অবিলম্বে এসব মিথ্যা অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে আইনের আশ্রয় নেবেন বলেও জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর